Monday, June 8, 2020

স্নেহা❤️


সূর্যের সপ্তবরহ্নি ছটার বিদারণ দেখেছি                               

 উৎসের অনন্ত তেজ কে ম্লান হয়ে জেতেও দেখেছি।                            


 তুষারের অভেদী কঠোরতা দেখেছি
কিন্তু আবার তার ই শীতলতায় মেদিনী কে স্নিগ্ধ হতে ও দেখেছি।       
কোকিলের মানভনঞ্জন কলরব শুনেছি
আবার সেই রবের এক নূতন স্ফুরণ ও দেখেছি।

সুবিশাল বৃক্ষ কে ছায়া প্রদান করতে দেখেছি
আবার স্বয়ময়ের অন্তিম শয্যায় পৃথিবীর খুদা নিবারন করতে দেখেছি।

 মাথায় অগ্নি নিয়ে হাড়-জড়ানো হিমে বসে থাকতে দেখেছি
আবারও দুই মেরুর লব্ধি তে স্থিত হৃদয়ের উছ্বাস দেখেছি।

"pulp" এবং "dentine" এর মাঝে ফেঁসে জেতে দেখেছি
কিন্তু "radiography" র তেজস্ক্রিয়তায় চক্রবুহ ভেদ হতেও দেখেছি।

সুবিশাল লেখনী পড়ে "boar" হতে দেখেছি,
আবার লেখনীর চাতুরীতায় সংবরণক্রিত মৃদু হাসিও দেখেছি।

 "Adrenalin Rush" হতে দেখেছি আমি
কিন্তু বুঝেছি "oxytocin" এর মায়া কতটা দামি। 

"nicotin" এর ধোঁয়ায় নিজেকে ম্লান হতে দেখেছি
আবার ওই ধুম্রাবরন এর ফাঁক দিয়ে চাঁদ কে কিঞ্চিত জ্বলতে দেখেছি;
চন্দ্রের সুনান্দিক রূপ দেখেছি আমি 
কালঙ্কিক আঁচড় টা যে তন্ময়তার প্রতীক
তা আমি ভাল করেই জানি।

গতিমান"electron" গুলো কে গতিরুধ্ব হতে দেখেছি                             

আবার গতিহীন "electron" গুল কে গতিমান হতে দেখেছি।

"curare" দিয়ে আকাল বোধন দেখেছি আমি
কিন্তু তার ই মধ্যে লুকিয়ে আছে মৃত্যু সঞ্জীবনী।

আমি খেজুরে বিলাপ দেখেছি
আবার খেজুর কাঁটা এ বিধ্যের চিৎকার ও শুনেছি।

  তেলে জল দেখেছি 
তেমনি ব্রান্ডী র সাথে হুইস্কি মিশে জেতে ও দেখেছি।

না লেখা চিঠি গুলো আজ লিখতে দেখেছি ,
আবার সাবেকী অশ্বের লাগামও ধরেছি, 
শুধু তাই নই লাগাম ছেঁড়া অশ্বের তাণ্ডবও দেখেছি।

আমি স্রোতে গা ভাসাতে দেখেছি ,
গড্ডালিকা প্রবাহের বৈপরীত্যের বৈতরণীধারিণী কেও দেখেছি;
আঁধারের কুঝ্বটিকা সরিয়ে 
আজ প্রথম সূর্যয়ের আলো দেখতে দেখেছি ,
হ্যাঁঃ; আমি স্নেহা কে দেখেছি  ।।
 
                                                              
                                                        ~অভি

 

TOP 5 Highest paid you-tubers of India